Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

ক) প্রতি গ্রাম থেকে ৬০টি দরিদ্র পরিবার বাছাই করে গ্রাম উন্নয়ন সমিতি গঠন করা।

খ) দরিদ্র জনগোষ্ঠীকে সঞ্চয়মুখি করে তাদের পুঁজি গঠনের জন্য প্রতিটি দরিদ্র পরিবারকে তাদের নিজস্ব

মাসিক সঞ্চয়ের (২০০/-টাকা) বিপরীতে প্রকল্প থেকে মাসে ২০০/- টাকা উৎসাহ বোনাস হিসেবে বছরে ২৪০০/- টাকা অনুদান প্রদান করা যার মাধ্যমে পরিবার প্রতি বছরে সঞ্চয় হবে ৪,৮০০/- টাকা।

গ) সঞ্চয়/উৎসাহ বোনাসের অতিরিক্ত সমিতি প্রতি বছরে ১,৫০,০০০/- টাকা সুদবিহীন ঋণ তহবিল প্রদান করা।

ঘ) সমিতির সভাপতি/ম্যানেজার/সদস্যদের প্রয়োজনানুযায়ী বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা।

ঙ) উঠান বৈঠকের মাধ্যমে তহবিল ব্যবহার করে নিজেদের প্রয়োজনানুসারে প্রকল্প গ্রহণ করে মৎস্য চাষ, পশু পালন, নার্সারী, সব্জিবাগান, হাঁস-মুরগী পালনসহ পেশাভিত্তিক জীবিকায়নের জন্য প্রতি বাড়িতে খামার গড়ে তোলা।

চ) এলাকার অনিবাসী ভূমি মালিকের অব্যবহৃত/পড়ে থাকা জমিজমা সমিতির আওতায় চাষাবাদ ও তা সংরক্ষণ করা।